রাঙামাটির জুরাছড়ির সীমান্ত সড়কে জিপ খাদে পড়ে নিহত ৩

প্রকাশঃ ১৫ অগাস্ট, ২০২৪ ০১:১১:৫৯ | আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৪ ১০:৪৪:০৬

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির জুরাছড়ি উপজেলার সীমান্ত সড়ক এলাকায় চাঁদের গাড়ি (জিপ) পাহাড়ি খাদে পড়ে তিনজন নিহতের খবর পাওয়া গেছে। ঘটনায় আহত ছয়জনকে জেলার রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে গুরুতর আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামে রেফার করা হয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছেন আরও চারজন।

 

মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে রাঙামাটির জুরাছড়ি উপজেলার পানকাটাছড়ি নামক ঘটনা ঘটেছে। ঘটনায় তিনজন নিহতের খবর পাওয়া গেলেও হাসপাতালে নেওয়া নিহত দুজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- রাজস্থলী উপজেলার বালুমুড়া এলাকার বাসিন্দা জিপচালক চিনু মং মারমা (২৫) জুরাছড়ি উপজেলার পানকাটাছড়ি এলাকার বাসিন্দা মনো চাকমা (১৮) এদের দুইজনের মধ্যে একজন ঘটনাস্থলে আরেকজন রাজস্থলীতে আনার পথিমধ্যেই মারা যান।

 

আহতরা হলেন- রাজস্থলী উপজেলার বালুমুড়া এলাকার বাসিন্দা ক্য সি নু মারমা (২০), জুরাছড়ি উপজেলার পানকাটাছড়ি এলাকার বাসিন্দা কালুকেতু চাকমা (৪৫), বসতা চাকমা (৪৫), বারমু চাকমা (২০), দোলাইয়া চাকমা (৩৫) সুরজ্যোতি চাকমা (২০) এরমধ্যে কালকেতু চাকমা বসতা চাকমাকে উন্নীত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

 

স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গেছে, জেলার বিলাইছড়ি-রাজস্থলীর সীমান্ত সড়কের কাজ শেষ করে চাঁদের গাড়িটি বিলাইছড়ি উপজেলার ফারুয়া বাজার থেকে গন্তব্যের দিকে দিকে যাচ্ছিল। পথিমধ্যে পানকাটা ছড়া নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। ঘটনায় মোট নয়জন হতাহত হন। রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া আটজনের মধ্যে দুজন নিহত। বাকি ছয়জন আহত, যাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক। তবে ঘটনায় আরেকজন নিহত থাকলেও তাকে হাসপাতালে আনা হয়নি বলে জানিয়েছেন চিকিৎসক।

 

রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. সৌরীন্দ্র বড়য়া জানিয়েছেন, ‘হাসপাতালে মৃত দুজন আহত ছয়জনকে আনা হয়েছে। আমরা আশঙ্কাজনক দুইজনকে চট্টগ্রামে রেফার করেছি। তাদের একজনের পা বিচ্ছিন্ন হয়েছে এবং আরেকজনের শরীরে আঘাতের কারণে রক্তজমাট হয়েছে বলে আমরা ধারণা করছি। ঘটনায় মোট তিনজন নিহতের খবর পেয়েছি। নিহত অন্যজনকে হাসপাতালে না এনে বাসায় নিয়ে যাওয়ার খবর জেনেছি।

 

রাজস্থলী উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সীবলি শফিউল্লাহ জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে হাসপাতালে নিহত দুইজনসহ আটজনকে আনা হয়েছে। আহত ছয়জনের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে চট্টগ্রামে রেফার করা হয়েছে। বাকী চারজন হাসপাতালে আছে। তাদের শারীরিক অবস্থা সকালে আবার দেখা হবে। যেহেতু আমাদের অর্থোপেডিকস চিকিৎসা সুব্যবস্থা নেই; তাদেরকে রেফার করা হতে পারে।

 

এদিকে, রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, ঘটনাটি ঘটেছে জুরাছড়ি উপজেলার পানকাটা নামক একটি এলাকায়। এই ঘটনায় আমরা তিনজন নিহতের খবর পেয়েছি।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions