শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসকের আর্থিক অনুদানের চেক বিতরণ

প্রকাশঃ ১৫ অগাস্ট, ২০২৪ ১২:৩৮:১৮ | আপডেটঃ ১০ জানুয়ারী, ২০২৫ ০৮:৩৮:২৪
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে জেলা প্রশাসকের বিশেষ অনুদান থেকে আর্থিক অনুদানের চেক বিতরন করা হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) দুপুরে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউজের সভাকক্ষে বান্দরবানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে জেলা প্রশাসকের বিশেষ অনুদান থেকে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।

এসময় বান্দরবানের বিভিন্ন স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয়,মেডিকেল কলেজে পড়ুয়া শিক্ষার্থী এবং বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিসহ মোট ৫২জন কে সর্বমোট ১লক্ষ ৫৫হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

অনুদানের চেক বিতরন অনুষ্ঠানে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলসুম, নেজারত ডেপুটি কালেক্টর(এনডিসি) আসিফ রায়হান,সহকারী কমিশনার মো.নবাব আলীসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions