সিএইচটি টুডে ডট কম ডেস্ক। দক্ষিণ কোরিয়ার সামাজিক-সাংস্কৃতিক সংগঠন 'জুম্ম-পিপলস নেটওয়ার্ক কোরিয়া(জেপিএনকে)' ‘বিশ্ব আদিবাসী দিবস’ (৯ই আগস্ট) উপলক্ষে শান্তি মিছিল ও সমাবেশ করেছে।
গত ১১ আগস্ট ২০২৪ তারিখে গিম্পোসিটির মুনহোয়া-ই-গরি (কালচারাল এভিনিউ)-তে এই মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড-ব্যানার সহকারে
শহরের সুনির্দিষ্ট এলাকা
প্রদক্ষিণ করার
পর মুনহোয়া-ই
গরি পার্কে সমাবেশ
করা হয়।
সমাবেশে নেপালি আদিবাসী শিল্পী ও 'কোরিয়া-জুম্ম শিল্পী গোষ্ঠী' এর সদস্যরা 'আমরা আদিবাসী' গানের তালেতালে নৃত্য পরিবেশন করেন।
সংগঠনের সভাপতি নিখিল চাকমার সঞ্চালনায় সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তাঁরা বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন এবং বান্দরবনে গ্রেপ্তারকৃত বম আদিবাসীদের মুক্তির দাবী জানান। একই সাথে দলমত নির্বিশেষে জুম্ম-জনগণকে ঐক্যবদ্ধ-আন্দোলনের আহ্বান জানান।
অনুষ্ঠান বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের বিদেহী আত্মার মুক্তি কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।