প্রকাশঃ ১২ অগাস্ট, ২০২৪ ১২:১০:৩৩
| আপডেটঃ ১০ জানুয়ারী, ২০২৫ ০৩:৪৮:২৫
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বান্দরবানে ছাত্র সমাজের উদ্যোগে শোভাযাত্রা হয়েছে।
রবিবার (১১ আগষ্ট) সকালে বান্দরবান সদরের ট্রাফিক মোড় এলাকা থেকে ছাত্র সমাজের আয়োজনে এই শোভাযাত্রা শুরু হয়। এসময় শিক্ষার্থীরা ৪টি দলে ভাগ হয়ে ট্রাফিক মোড় এলাকা থেকে বাসস্টেশান, ট্রাফিক মোড় এলাকা থেকে বালাঘাটা বাজার, ট্রাফিক মোড় এলাকা থেকে উজানী পাড়া , ট্রাফিক মোড় এলাকা থেকে হাসপাতাল এলাকা পর্যন্ত হাতে ব্যানার ,প্ল্যকার্ড নিয়ে এই শোভাযাত্রা অংশ নেয়।
এসময় শিক্ষার্থীরা বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্টানে প্রবেশ করে এবং সাধারণ জনগনের মাঝে আত্মবিশ্বাসকে ফিরিয়ে আনা, কর্মবিরতিতে যাওয়া পুলিশকে তাদের দৈনন্দিন দায়িত্ব পালনে উৎসাহিত করা, বাজারে নিত্য প্রয়োজনীয় মূল্য নিয়ন্ত্রণ রাখতে ব্যবসায়ী সমাজকে উৎসাহিত করে এবং দূর্নীতিমূক্ত বাংলাদেশ বিনির্মাণে সকলকে এগিয়ে আহবান জানান।
এসময় বিভিন্ন স্কুল-কলেজ-মাদরাসা ও বিশ্ববিদ্যালয় পড়–য়া শিক্ষার্থীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।