প্রকাশঃ ১০ অগাস্ট, ২০২৪ ০৫:৫৭:৫০
| আপডেটঃ ০৯ জানুয়ারী, ২০২৫ ০২:১৬:৪৮
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। নতুন করে বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বান্দরবানে পৌরসভা এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু করেছে শিক্ষার্থীরা। কর্মসূচিতে বিভিন্ন স্কুল-কলেজ-মাদরাসা ও বিশ্ববিদ্যালয় পড়–য়া শিক্ষার্থীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন।
শুক্রবার (৯ আগস্ট) সকালে বান্দরবানের যুব ও ছাত্র সমাজের ব্যাবস্থাপনায় এই পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু হয়।
এসময় শিক্ষার্থীরা বান্দরবান পৌরসভা এলাকার সাংগু নদীর তীরবর্তী এলাকায় পড়ে থাকা অসংখ্য ময়লা আর্বজনা পরিস্কার করে এবং সাধারণ জনগণকে যেখানে সেখানে ময়লা না ফেলে নিদিষ্টস্থানে ময়লা ফেলার অনুরোধ করেন।