খাগড়াছড়িতে ভারী বর্ষণে পানিবন্দী শতাধিক পরিবার

প্রকাশঃ ০৩ অগাস্ট, ২০২৪ ০৪:৫২:১৫ | আপডেটঃ ১০ জানুয়ারী, ২০২৫ ০৯:২০:০৯

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে দুইদিনের ভারী বর্ষণে চেঙ্গী নদীর পাহাড়ী ঢলে পানিবন্দী হয়ে পড়েছে শতাধিক পরিবার।

 

শুক্রবার ভোর থেকে খাগড়াছড়ি সদরের মুসলিমপাড়া, মেহেদীবাগ, কালাডেবা, গঞ্জপাড়া, ঠাকুরছড়াসহ চেঙ্গী পাড়ের নিম্নাঞ্চলের বসতবাড়িতে পানি ঢুকে পড়ে। দুই মাসের ব্যবধানে তিনবার পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় দুর্ভোগে পড়েছেন নদী ছড়ার পাড়ে বসবাসকারীরা। ভারী বর্ষণ অব্যাহত থাকায় দীঘিনালার মাইনী নদীর পানিও বাড়তে শুরু করেছে।

 

দীঘিনালার মেরুং কবাখালীর নদী পাড়ের কৃষি জমি পানিতে তলিয়ে গেছে। বর্ষণ অব্যাহত থাকায় পাহাড়ী ধসের ঝুঁকি রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে জেলা শহরের বিভিন্ন স্থানে ১০ টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। 

 

জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান জানান, প্রবল বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় দুর্গত মানুষদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। যেকোন ধরণের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি রয়েছে। 

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions