রাঙামাটি বধির বিদ্যালয়ের স্থান নির্ধারণ

প্রকাশঃ ০১ অগাস্ট, ২০২৪ ০২:০১:৫২ | আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৪ ০২:৫৮:৪০
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি বধির (বাক-শ্রবণ) বিদ্যালয়ের নির্ধারিত জায়গায় বৃক্ষ রোপন উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার বিকেলে শহরের শিমুলতলীর হাজী পাড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন- জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হাজী মো. মুছা মাতব্বর।  বিশেষ অতিথি ছিলেন- রাঙামাটি বধির বিদ্যালয়ের উপদেষ্টা এডভোকেট কাজী মঈনুল ইসলাম হাসান, বিশিষ্ট সমাজসেবক আব্দুল মান্নান, ভূমি সহায়তাকারী রমজান আলী। 

রাঙামাটি বধির কল্যাণ সমিতির সভাপতি কানু দাশ গুপ্তের সভাপতিত্বে ও বধির বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. নাছির উদ্দিনের সঞ্চালনায়- ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক নরেশ মজুমদার, রূপনগর ও শিমুলতলী সমাজ কমিটির সভাপতি আবু বক্কর লিটন, সাধারণ সম্পাদক সাকিব হোসেন তামিম, স্থানীয় মুরব্বি কাজী নুরুল আমিন, জেলা ছাত্রলীগের সভাপতি রনি হোসেন, সাধারণ সম্পাদক সোহাগ চাকমা সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইশারা ভাষায় অনুষ্ঠান সঞ্চালনা করেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা বেগম। 

প্রধান অতিথির বক্তব্যে মুছা মাতব্বর, রাঙামাটি বধির বিদ্যালয়ের নির্ধারিত স্থানে স্থাপনা তৈরির ক্ষেত্রে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এছাড়াও এসএসসি ৮৪ ব্যাচের সকলকে এই বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান।
 
আলোচনা সভার পর অতিথিরা বিদ্যালয়ের নির্ধারিত জায়গায় সাইনবোর্ড স্থাপন করেন। এরপর বৃক্ষরোপন করেন অতিথিরা। 


সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions