খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

প্রকাশঃ ১৯ জুলাই, ২০২৪ ০৬:৩২:২৩ | আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৪ ০২:১৫:১৬

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি।   খাগড়াছড়ির  দীঘিনালা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরী মানবিক সহায়তা প্রকল্পের ১৮৫পরিবারের মাঝে নগদ অর্থ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।      ইউকেএইড  মিনিষ্ট্রি অফ ফরেন এফের্সাস নেদারল্যান্ড এর অর্থায়নে কারিতাস বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় খাগড়াছড়ির স্থানীয় সংস্থা জাবারাং কল্যাণ সমিতি' সার্বিক ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (১৮জুলাই) দুপুর ১২টায় দীঘিনালা উপজেলা কবাখালী  ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নগদ অর্থ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

 

বিতরণকালে কবাখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বিপুরিতা চাকমা' সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা সদর উপজেলা চেয়ারম্যান ধর্মজ্যোতি চাকমা।


উপলক্ষ্যে আলোচনা সভায় জাবারাং কল্যাণ সমিতি' প্রোগ্রাম কো-অর্ডিনেটর বিনোদন ত্রিপুরা' সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জাবারাং কল্যাণ সমিতি নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা।


আলোচনা সভা' পরপরেই দ্বিতীয় ধাপে উপজেলার কবাখালী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ' ৮৫ পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রত্যেক পরিবারকে ৬হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়। এর আগে গত ১৪জুলাই প্রথম ধাপে বন্যায় ক্ষতিগ্রস্ত ৮৫পরিবারের মাঝে নগদ অর্থ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। পরবর্তীতে তৃতীয় চতুর্থ ধাপে মানবিক সহায়তা স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হবে।


সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান,দীঘিনালা উপজেলা ভাইস চেয়ারম্যান সুসময় চাকমা,উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর মো. মাইন উদ্দিন প্রমূখ।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions