ভারী বর্ষণে খাগড়াছড়ির সিন্দুকছড়ি সড়কে ফাটল, যান চলাচল বন্ধ

প্রকাশঃ ০৩ জুলাই, ২০২৪ ০৪:২৪:৪২ | আপডেটঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ০৩:২১:৪৯

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে ভারী বর্ষণে সিন্দুকছড়ির ধুমনিঘাট কাটাপাহাড় এলাকায় সড়ক দেবে যান চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার বিকেলে সড়ক দেবে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন খাগড়াছড়ি সড়ক জনপথের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান। 

 

তিনি জানান, গেল কয়েকদিনের প্রবল বর্ষণে পাহাড়ী সড়কটির একপাশের মাটি দেবে গিয়ে সড়কে ফাটল সৃষ্টি হয়েছে। মঙ্গলবার বিষয়টি জানার পর বিকেলে সড়ক সংস্কারের কাজ শুরু হয়। 

 

সড়ক দেবে যাওয়ায় খাগড়াছড়ির মহালছড়ি থেকে গুইমারার জালিয়াপাড়ার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সংস্কার কাজ শেষ করতে কতদিন সময় লাগবে সে বিষয়ে নিশ্চিত কিছু জানাতে পারেনি সড়ক বিভাগ সংশ্লিষ্টরা। 

 

প্রসঙ্গত, ২০২১ সালের জুন মাসে সিন্দুকছড়ি সড়কটি আনুষ্ঠানিক ভাবে চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions