কাউখালীতে চোলাই মদ ও পাচারের কাজে ব্যবহৃত সিএনজিসহ আটক ৩ জন

প্রকাশঃ ২৯ জুন, ২০২৪ ০৫:৪৫:৩৮ | আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৪ ১০:৫০:৪২

 সিএইচটি টুডে ডট কম, কাউখালী (রাঙামাটি)।  কাউখালীর বেতবুনিয়া রাবারবাগান ফরেনার চেকপোস্ট এলাকা থেকে ৬০লিটার চোলাই মদসহ জনকে গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ।একই সাথে মদ পাচার কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকক্সা (চট্টগ্রাম--১৪-এএফআর)টিও জব্দ করা হয়। শুক্রবার (২৭ এপ্রিল) দুপুরের দিকে পুলিশের পক্ষ থেকে তথ্য নিশ্চিত করা হয়েছে।


 গ্রেফতারকৃতরা হলেন ০১) মোঃ হাসান(১৯), পিতা-মোঃ সুলতান, দিঘীনালা, খাগড়াছড়ি, ০২) মোঃ মজিদুল ইসলাম সোহেল(২৪), পিতা-মোঃ মকবুল হোসেন, দিঘীনালা, খাগড়াছড়ি, ০৩). মোঃ আজগর(১৯), পিতা-মোঃ আব্দুল জলিল, নং সরফভাটা,রাঙ্গুনীয়া, চট্টগ্রাম।


কাউখালী থানার অফিসার ইনচার্জ রাজীব চন্দ্র কর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেতবুনিয়া রাবারবাগান ফরেনার চেকপোস্ট এলাকা থেকে পাচার কালে ৬৫ লিটার চোলাই মদ জব্দ করা হয়। একি সাথে পাচারের কাজে ব্যবহারিত সিএনজিটি জব্দ করা হয়।


গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাউখালীর বেতবুনিয়া পুলিশ ফাড়ির এস আই সাগর হালদার বাদী হয়ে ৩৬() সারণির ২৪()/৩৮/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ ধারায় মামলা দায়ের করেন এবং রাঙামাটি জেলা দায়রাজজ আদালতে পাঠানো হয়েছে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions