খাগড়াছড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু, আহত ১

প্রকাশঃ ২৫ জুন, ২০২৪ ০৩:৫৩:২৬ | আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৪ ০৮:১৯:১০

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক পর্যটক নিহত আরেকজন আহত হয়েছে। সোমবার দুপুর টার দিকে খাগড়াছড়ি-রাঙ্গামাটি সড়কের খাগড়াছড়ি সদরের গুগড়াছড়ি এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত আয়ুব মনছুরের বাড়ি ফেনীর লস্করহাটে। আহত ব্যক্তি নাঈম হোসেন ফেনীর ছাগলনাইয়ার বাসিন্দা। 

 

জানা যায়, সাজেক পর্যটন কেন্দ্র থেকে ঘুরে খাগড়াছড়ি হয়ে রাঙামাটি যাচ্ছিল আয়ুব নাঈম। খাগড়াছড়ি-রাঙ্গামাটি সড়কের গুগড়াছড়ি এলাকায় বাঁক ঘুরতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে  সড়কে পড়ে যায়। সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। অপরজন খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন।

 

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। 

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions