খাগড়াছড়িতে 'পুনাক কমপ্লেক্স' উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী

প্রকাশঃ ২৪ জুন, ২০২৪ ১২:২৭:৪২ | আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৪ ০৭:১১:৫৫

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি জেলা পুলিশের পক্ষ থেকে নারী পুলিশ সদস্যদের হাতে তৈরি বিভিন্ন পণ্য ব্যবসায়িকভাবে প্রসারের লক্ষে 'পুলিশ নারী কল্যাণ (পুনাক)'-এর নব-নির্মিত 'পুনাক কমপ্লেক্স' এর শুভ উদ্বোধন করেছেন, পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

 

রোববার সকাল ১০টায় সদর থানাসংলগ্ন হাসপাতাল সড়কে নির্মিত 'পুনাক কমপ্লেক্স' এর

উদ্বোধনী অনুষ্ঠানে, প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি উপস্থিত হলে, পুলিশ সুপার মুক্তা ধর ( পিপিএম- বার) স্বাগত জানান।

 

বিশেষ অতিথি ছিলেন, সাবেক সংরক্ষিত এমপি বাসন্তী চাকমা, পুলিশ সুপার (প্রশাসন) মাহমুদা আক্তার , অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন, সার্কেল এসপি আলফাত সিয়াম, সদর থানার ওসি মোঃ তানভীর হাসান, ক্রাইম ব্রা: এর ওসি মোঃ আব্দুল বাতেন, আইসিটি বিভাগের ওসি মোঃ খালেদ।

 

এছাড়াও নারী পুলিশ পুনাকের কর্মকর্তাগন সহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions