সিএইচটি টুডে ডট কম ডেস্ক। রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় বাঘাইহাটে গুলিতে নিহত মোঃ নাঈম-এর হত্যাকারীদের গ্রেফতার-শাস্তি ও ঠ্যাঙাড়ে বাহিনী ভেঙে দেয়ার দাবিতে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে।
আজ বিকেলের দিকে সাজেকের উজো বাজারে অনুষ্ঠিত জনতার একটি সমাবেশ থেকে কমিটির সদস্য সচিব ও সাজেক ইউনিয়ন কার্বারী এসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা সাজেক গণ অধিকার রক্ষা কমিটি নামে একটি সংগঠন গঠনের ও আগামীকাল কালো ব্যাজ ধারণ, শোক সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন।
তিনি বলেন আজ ঠ্যাঙাড়েদের নির্বিচার গুলিতে শান্তি পরিবহণের হেলপার মোঃ নাঈম নিহত ও বেশ কয়েকজন পাহাড়ি ও বাঙালি আহত হয়েছেন।
তিনি অবিলম্বে খুনীদের গ্রেফতার-শাস্তির দাবি জানিয়ে বলেন, গত ৭ জুন থেকে ঠ্যাঙাড়েরা বাঘাইহাটে সশস্ত্রভাবে অবস্থান ও জনগণের ওপর জুলুম করলেও তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়া হয়নি।
নতুন জয় চাকমা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।