সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের মানববন্ধন ও সমাবেশ

প্রকাশঃ ১৫ জুন, ২০২৪ ০৪:৩৪:৫৯ | আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৪ ০৭:৩২:০২
বিশেষ প্রতিনিধি, সিএইচটি টুডে ডট কম,  রাঙামাটি। বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের নির্বাহী পরিষদের চেয়ারম্যান ও সদ্য বিলুপ্ত হোমিওপ্যাথিক বোর্ডের সাবেক সফল চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায় এর বিরুদ্ধে কুচক্রী মহলেরর ইন্ধনে  কিছু চিহ্নিত ব্যক্তিবর্গের বিভ্রান্তিমূলক অপপ্রচারের প্রতিবাদে রাঙামাটিতে প্রতিবাদ সমাবেশ করেছে রাঙামাটি সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসা কল্যান পরিষদ।

গতকাল বৃহস্পতিবার সকালে রাঙামাটি প্রেস ক্লাবের সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধন  ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন রাঙামাটি সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক কল্যান পরিষদ রাঙামাটি জেলা শাখার সহসভাপতি ডাঃ বকুল দেওয়ান। এসময় অন্যান্যেদের বক্তব্য রাখেন, পরিষদের রাঙামাটি জেলা শাখার সভাপতি ডাঃ রূপম দেওয়ান, সহসভাপতি ডাঃ বিবেকানন্দ রায়, সহসভাপতি বুদ্ধচন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক ডাঃ মুশফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক ডাঃ সুশীল চাকমা, অর্থ সম্পাদক ডাঃ সুনেন্তু বিকাশ চাকমা, প্রচার সম্পাদক ডাঃ ওয়াহিদ, মহিলা সম্পাদিকা ডাঃ মিত্রা চাকমা, ধর্ম বিষয়ক সম্পাদক ডাঃ কুহেলী ত্রিপুরা, ডাঃ নমিতা রানী গুহ, ডাঃ টুনটুন চাকমা, ডাঃ অনিমেষ চাকমা প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেছেন, বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের নির্বাহী পরিষদের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়ের বিরুদ্ধে যে সব মহল অপপ্রচার ছড়াচ্ছে , সে সব মুখোশধারীদের প্রতি তীব্র নিন্দা জানাই এবং হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার সম্মান রক্ষায় এসব অপঅপ্রচার বন্ধের আহবান জানাই।  

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions