নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত ১ জনকে মৃত্যুদন্ড দিয়েছে

প্রকাশঃ ১৪ জুন, ২০২৪ ০৩:৪৭:১২ | আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৪ ১২:৪৫:৩৫
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষন চেষ্টায ব্যর্থ হয়ে শ্বাস রোধ করে হত্যার দায়ে অংবাচিং মারমাকে মৃত্যুদন্ডের রায় দিয়েছে রাঙামাটির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। এটিই রাঙামাটিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার পর কোন আসামীর বিরুদ্ধের প্রথম মৃত্যুদন্ডের রায়।

বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ ই এম ইসমাইল হোসেন।

মামলার বিবরনে জানা যায়, কোদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রণির ছাত্রী মিতিলা মারমাকে ২০১৯ সালের ২ ফেব্রুয়ারী সকালে রাঙামাটির চন্দ্রঘোনা থানার বড়খোলা এলকায় প্রাইভেট শিক্ষক পড়ানোর কথা বলে তার বাসায় নিয়ে আসে। এরপর তাকে ধর্ষন চেষ্টা করে,  ধর্ষনে ব্যর্থ হলে ছাত্রীটিকে শ্বাসরোধ করে হত্যা করে।  মৃতদেহ বস্তায় ভরে লুকানোর চেষ্টা করে।  পরে আসামীকে স্থানীয়রা ধরে পুলিশে তুলে দেয়।

পরবর্তিতে ঐ ছাত্রীর বাবা সাথুই অং মারমা চন্দ্রঘোনা থানায় মামলা করেন।

অপরাধ প্রমাণিত হওয়ায় অংবাচিং মারমাকে মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার আদেশ দেন। একইসাথে ১ লাখ টাকা জরিমানার দন্ড প্রদান করে আদালত।  

রায়ে সন্তুষ্টি প্রকাশ করে পিপি সাইফুল ইসলাম অভি বলেন, এ রায়ে বাদীপক্ষ ন্যায় বিচার পেয়েছে। এতে সমাজ থেকে অপরাধও কমে আসবে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions