শপথ নিলেন লংগদু উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ

প্রকাশঃ ১৩ জুন, ২০২৪ ০৭:১৫:২২ | আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৪ ১১:২৪:০৫

সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। পার্বত্য জেলা রাঙামাটির লংগদু উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যানগণ আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন।

 

বুধবার (১২ জুন) দুপুর ১২টায় চট্টগ্রাম চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট হলরুমে নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। শপথ গ্রহণে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগের ডিআইজি নুরে আলম মিনা।

 

লংগদু উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান বাবুল দাশ বাবু, ভাইস চেয়ারম্যান মো. রকিব হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা জিন্নাহ এসময় শপথ নেন।

 

শপথ গ্রহণ শেষে উপজেলার নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে প্রশাসন উপজেলা পরিষদের জনপ্রতিনিধিদের সমন্বয়ে এখন থেকে মানুষের সেবা উন্নয়নে কাজ করার আহ্বান জানান বিভাগীয় কমিশনার।

 

সময় চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকার পরিচালক সহ বিভাগীয় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

শপথ গ্রহণ শেষে নব নির্বাচিত লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবুল দাশ বাবু জানান, ‘জনপ্রতিনিধিদের লক্ষ্য দেশের উন্নয়ন মানুষের সেবা করা। বর্তমান সময়ে দেশের মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন হয়েছে, মানুষের প্রত্যাশা বেড়েছে, জীবনযাত্রার মানও বেড়েছে। আমরা ২০৪১ সালের স্বপ্ন দেখছি। দেশের উন্নয়ন আমাদেরই সেই স্বপ্নপূরণ করতে হবে। সেই সক্ষমতা, দৃঢ় মনোবল আত্মবিশ্বাস আমাদের আছে।"

 

তিনি আরও বলেন, শপথ লংগদুকে স্মার্ট উপজেলা বিনির্মাণের শপথ; শপথ লংগদুবাসীর দায়িত্ব নেয়ার শপথ। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য সমৃদ্ধি এগিয়ে নিতে যতদিন দায়িত্বে থাকবো তা স্বতস্ফুর্তভাবে পালন করবো।

 

উল্লেখ্য, গত ২৯ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে লংগদু উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সদস্য উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু আনারস প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ১৪৬ ভোট।

 

নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক সরকার ঘোড়া প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৮৫৬ ভোট।

 

এদিকে ভাইস চেয়ারম্যান পদে রকিব হোসেন বই প্রতীকে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফাতেমা জিন্নাহ কলস প্রতীকে নির্বাচিত হয়েছেন।

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions