নিয়‌মিত ভু‌মিকর প‌রি‌শোধ ক‌রে সরকা‌রের উন্নয়ন কর্মকা‌ন্ডে অংশিদার হতে হ‌বে

প্রকাশঃ ১১ জুন, ২০২৪ ০৫:০১:৩০ | আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৪ ০২:২৩:৩৫

সিএইচটি টুডে ডট কম, ,কাউখালী (রাঙামাটি)।    কাউখালী উপজেলা রিষদ চেয়ারম্যান সামশু দ্দোহা চৌধুরী লেছেন বর্তমান সরকার ভুমি ব্যবস্থাপনায় ডিজিটাল কার্যক্রম গ্রহন করায় সাধারন জনগনের ভোগান্তি নেক লাগব য়েছে। ভুমি ব্যবস্থাপনার সৎ ব্যবহার রে ভুমিকে প্রকৃত উন্নয়নের কাজে লাগাতে বে।


তিনি নিয়মিত ভুমিকর রিশোধ রে সরকারের উন্নয়ন কর্মকান্ডে অংশিদার হতে সকলের প্রতি আহবান জানিয়েছেন।


সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সাধারণ নাগরিকের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে  সোমবার দুপুরে কাউখালী উপজেলা রিষদ মিলনায়তনে কাউখালী উপজেলা ভূমি অফিসের  উদ্যোগে য়োজিত জনসচেতনতা মুলক সভায় প্রধান থিতির বক্তব্য এসব কথা বলেন।


 কাউখালী উপজেলা নির্বাহী ফিসার রক্তিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যন্যার ধ্যে বক্তব্য রাখেন সহকারী মিশনার(ভুমি) মাসুমা আক্তার কণা,সমাজসেবা কর্মকতা সাহাবুদ্দিন হোসাইন,ঘাগড়া ইউপি চেয়ারম্যান নাজিম দ্দিন,হেডম্যান মানুচিং চৌধুরী পুস্প কুসুম তালুকদার।


 ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে পুরো সপ্তাহ ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের য়োজন করা হয় কাউখালী উপজেলা ভুমি ফিসের পক্ষ থেকে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions