প্রকাশঃ ০৯ জুন, ২০২৪ ০৬:২৯:০৭
| আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৪ ০২:৩০:০২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। “স্মার্ট ভূমিসেবা স্মার্ট নাগরিক” এই প্রতিপাদ্য রাঙামাটিতে সপ্তাহ ব্যাপী ভূমিসেবা সপ্তাহের উদ্ভোধন করা হয়েছে। সকালে দিবস উপলক্ষ্যে একটি র্যালী বের করা হয়, র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সেখানে সপ্তাহব্যাপী ভূমিসেবা সপ্তাহ মেলার উদ্ভোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ,আঞ্চলিক পরিষদ সদস্য হাজী কামাল উদ্দীন, প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন অনুসরণ করে বর্তমান সরকার স্মার্ট ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলেছে। এ ব্যবস্থাপনায় নাগরিক সেবা প্রাপ্তি সহজ ও সুন্দর হয়েছে। নাগরিক সেবা প্রাপ্তির সুবিধা গ্রহণ করতে নাগরিকদের স্মার্ট হতে হবে। ভূমি সেবা সপ্তাহ ভূমি ব্যবস্থাপনায় নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধিতে সচেতনতা সৃষ্টি করবে।
ভুমি সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গনে বিভিন্ন স্টলের মাধ্যমে সপ্তাহ ব্যাপী ভূমি সেবা প্রদান করা হচ্ছে।