নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র সাথে ডাকাতদলের বন্দুক যুদ্ধ, গুলিবিদ্ধ ১

প্রকাশঃ ০৪ জুন, ২০২৪ ০৭:২৮:২২ | আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৫৫:১৭
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও নিজাম ডাকাত চোরাকারবারি সিন্ডিকেটের মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে, এতে ডাকাত দলের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছে।

সোমবার (৩ জুন) ভোর ৬ টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের পার্শ্ববর্তী কক্সবাজারে রামুর গর্জনিয়া ইউনিয়নের মরিচ্যাচর মালাকাটা ঘোনায় এ ঘটনা ঘটে।

বিজিবির সুত্রে জানা যায়, চোরাকারবারিরা ইয়াবা পাচার করছে খবর পেয়ে বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী টহল-দল অভিযান পরিচালনা করে। এসময় নিজাম ডাকাতের নেতৃত্বে সংঘবদ্ধ হয়ে বিজিবি টহল দলের উপর অতর্কিতভাবে গুলিবর্ষণ করে এবং পেট্রোল বোমা নিক্ষেপ করে ৪টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। আত্ম-রক্ষার্থে বিজিবি’র সদস্যরা গুলি করতে বাধ্য হয়, এতে ডাকাত দলের এক সদস্য গুলিবিদ্ধ হয়।

আরো জানা যায়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ৫০-৬০ রাউন্ড গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে ৯৮ কার্টুন বার্মিজ সিগারেট এবং ২০ হাজার পিস ইয়াবা আটক করতে সক্ষম হয়।
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাহল আহমেদ নোবেল বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions