রাঙামাটিতে ৮৫ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হচ্ছে

প্রকাশঃ ০২ জুন, ২০২৪ ০৪:৩৯:২২ | আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৪ ০৪:৪৩:০৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি জেলার ৮৫ হাজার ৮৬০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় নিয়ে আসতে সারা দেশের ন্যায় রাঙামাটিতে  ভিটামিন এ প্লাস কার্যক্রম শুরু হয়েছে।

আজ ১ জুন সকালে রাঙামাটি সাপছড়ি কমিউনিটি ক্লিনিকে এই কার্যক্রমের উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও স্বাস্থ্য বিষয়ক আহবায়ক সবির কুমার চাকমা। উদ্বোধনী অনুষ্ঠানে রাঙামাটি সিভিল সার্জন ডাঃ নুয়েন খীসা, রাঙামাটি  স্বাস্থ্য বিভাগের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা খোকন চাকমাসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজ রাঙামাটি পার্বত্য জেলায় ৬-১১মাস বয়সী ১০হাজার ৫৩৭ জন এবং ১২-৫৯ বয়সী ৭৫ হাজার ৩২৩ জনসহ সর্বমোট ৮৫হাজার ৮৬০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা হবে। রাঙামাটি জেলার ১০ উপজেলায় এই কার্যক্রম চলছে।

রাঙামাটির সিভিল সার্জন জানান, দুর্গম এলাকাগুলোতে একদিনের ভিটামিন প্লাস শেষ করা সম্ভব হবে না,, তাই ওই সব এলাকায় আরো ২/৩দিন ভিটামিন এ প্লাস কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions