সিএইচটি টুডে ডট কম,লংগদু (রাঙামাটি)। ষষ্ঠ উপজেলা পরিষদ ৩য় ধাপের নির্বাচনে লংগদুতে চেয়ারম্যান পদে বিপুল ভোটে জয়লাভ করেছেন রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু।
আনারস প্রতীকে বাবু ১৭ হাজার ১৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সাবেক ইউনিয়ন ও উপজেলা পরিষদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান আব্দুল বারেক সরকার ঘোড়া মার্কা পেয়েছেন ১২ হাজার ৮৫৬ ভোট ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী ঝান্টু দোয়াত কলম মার্কায় পেয়েছেন ১ হাজার ১৬৫ ভোট এবং মোটরসাইকেল প্রতীকে এডভোকেট মো. আবছার আলী পেয়েছেন মাত্র ৭৪০ ভোট।
বুধবার (২৯ মে) রাত সাড়ে ১১টায় উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে নির্বাচনী কন্ট্রোল রুমে ২৩টি কেন্দ্র থেকে আসা ভোটের বেসরকারি ফলাফল ঘোষণা করেন লংগদু উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বুলবুল আহমেদ।
ভোট গ্রহণ শেষে দেখা যায়, বৈধ ভোটারের সংখ্যা ৩১ হাজার ৯০৭, বাতিলকৃত ভোটের সংখ্যা ৬৩৯, মোট প্রদত্ত ভোটের সংখ্যা ৩২ হাজার ৫৪৬ এবং ভোটের হার ৫২.০৮ শতাংশ।
জয়লাভের পর উৎসুক জনতা ও নেতাকর্মীদের উদ্দেশ্যে বাবুল দাশ বাবু বলেন, সাধারণ ভোটার ও নেতাকর্মীদের প্রতি আমার কৃতজ্ঞতা। এ বিজয় আমার একার নয়, এ জয় পুরো উপজেলাবাসীর। যারা আমার নির্বাচনে বিরোধিতা করেছেন এ বিজয় তাদের উৎসর্গ করলাম।
এ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন সহ ৩পদের বিপরীতে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এদিকে ভাইস চেয়ারম্যান পদে মো. রকিব হোসেন বই প্রতীকে ১৬ হাজার ৩৭ ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফাতেমা জিন্নাহ কলস প্রতীকে ১৭ হাজার ৫২২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
অন্য প্রার্থী কল্যাণ প্রিয় চাকমা চশমা প্রতীকে ৯ হাজার ৭৯০ ভোট, তোফায়েল আহমেদ টিউবওয়েল প্রতীকে ৫ হাজার ৫৪৬ ভোট এবং সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম ফুটবল প্রতীকে ১৩ হাজার ৩৬১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
বুধবার সকাল ৮ টায় ব্যালেট পেপারের মাধ্যমে শুরু হওয়া ভোট বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ৭টি ইউনিয়নের ২৩টি কেন্দ্রে ১৬১টি কক্ষে ভোটগ্রহণ চলে। তবে পুরো নির্বাচনে কোনো অপ্রীতিকর ও হতাহতের ঘটনা ঘটেনি। এ উপজেলায় ৬১ হাজার ২৬৩ জন ভোটারের মধ্যে ৩১ হাজার ৮৭৭ জন পুরুষ এবং ২৯ হাজার ৩৮৬ জন মহিলা ভোটার।
লংগদু উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন হওয়ায় উপজেলাবাসী ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছে নির্বাচন পরিচালনা কর্তৃপক্ষ।