বাঘাইছড়ি উপজেলা নির্বাচনে র‌্যাব মোতায়েন ও চিরুনি অভিযান পরিচালনার দাবী

প্রকাশঃ ২৫ মে, ২০২৪ ০৫:৩৫:২৪ | আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৪ ০৭:৪৪:০১

সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি (রাঙামাটি)। আজ ২৪মে শুক্রবার সকাল ১০টায় ৬ষ্ঠ বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করার লক্ষে উপজেলার জনপ্রতিনিধি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মৌজা হেডম্যান কার্বারী সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে কাচালং সরকারি কলেজ অডিটোরিয়াম মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়েছে।

 

উক্ত মতবিনিময় সভায় জনপ্রতিনিধি গন বলেন আগামী ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন যেন ২০১৯সালের ১৮ই মার্চের পুনরাবৃত্তি না ঘটে সকলে যেন নির্ভয়ে তাদের ভোট প্রদান করতে পারেন সেই জন্য নির্বাচনের আগে পরে আইন শৃঙ্খলা রক্ষাকরা বাহিনী  সতর্ক অবস্থানে যেন থাকে সেই অনুরোধ করেন। 

 

প্রার্থীরা অভিযোগ করেন সশস্ত্র  সন্ত্রাসীরা এখনো ভোটারদের নানাবিধ ভয়ভীতি প্রদর্শন এবং প্রচার প্রচারণায় বাধা প্রদান করছেন তাই নির্বাচনের আগে সন্ত্রাস নির্মুলে চিরুনি অভিযান পরিচালনা করার অনুরোধ জানান এবং নির্বাচনে এলিট ফোর্স  র‌্যাব মোতায়েন সহ প্রত্যক কেন্দ্র ম্যাজিস্ট্রেট  নিয়োগ দেওয়ার অনুরোধ জানান।

 

উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলার জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান, বিশেষ অতিথিদের মধ্যে জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল আসাদুজ্জামান, ২৭ বিজিবি মারিশ্যা জোনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর ওমর ফারুক, ৩৭ বিজিবি রাজনগর জোনের মেডিকেল অফিসার মেজর মোঃ সাদমান, রাঙ্গামাটি জেলা সিনিয়র নির্বাচন অফিসার  মোঃ মনির হোসেন, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সাখাওয়াত হোসেন, সহকারী সিনিয়র পুলিশ সুপার আব্দুল আওয়াল, এছাড়াও বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আহমেদ, সাজেক থানার অফিসার ইনচার্জ আবুল হাসান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলরবৃন্দ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন  সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান বলেন, আমরা প্রার্থীদের আশ্বস্ত করতে চাই একটি সুষ্ঠ নির্বাচন সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর এবং আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন বিশেষ করে প্রত্যক কেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হবে, প্রত্যেক ইউনিয়নে একজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন এছাড়াও পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আরো প্রয়োজনীয় ব্যবিস্থা গ্রহণ করা হবে, তিনি নিশ্চিত করে বলেন এবারের নির্বাচন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের পুনরাবৃত্তি ঘটবে না। 

 

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আমরা যেভাবে বাস্তবায়ন করেছি এবার উপজেলা পরিষদ নির্বাচন আরো সুষ্ঠভাবে বাস্তবায়নের জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে আশা করছি আগামী ২৯ মে একটি সুষ্ঠ নির্বাচন উপহার দিবো

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions