সরকার সকল জনগোষ্ঠির ধর্মীয় কর্মকান্ডে প্রয়োজনীয় সহযোগিতা করতে বদ্ধপরিকর

প্রকাশঃ ২৫ মে, ২০২৪ ০৫:৩২:৩১ | আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৪ ০৪:৩০:০৮

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি পৌরসভার মেয়র জেলা আওয়ামীলীগের সা. সম্পাদক নির্মলেন্দু চৌধুরী বলেছেন, বর্তমান সরকার মহান মুক্তিযুদ্ধের চেতনার দৃঢ়তায় শানিত সমাজ গঠনে নিবেদিত। সেই চিন্তা আদর্শকে ধারণ করে বলেই দেশের সকল ধর্মীয় জনগোষ্ঠির সকল উৎসবে- অনুষ্ঠানে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করছে। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দেশব্যাপি গীতা শিক্ষা এবং মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষা প্রসারে অবদান রাখছে।

 

তিনি আজ (শুক্রবার, ২৪ মে) খাগড়াছড়িতে সনাতন ছাত্র-যুব পরিষদের নব নির্বাচিত কেন্দ্রীয় কার্যকরী কমিটি' শপথ গ্রহণ অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সকাল সাড়ে ১১টায় জেলা শহরস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সনাতন ছাত্র-যু্ব পরিষদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি' সভাপতি শেখর সেন' সভাপতিত্ব করেন।

 

সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির পরিচালনা কমিটি' সাধারণ সম্পাদক নির্মল দেব, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ' সাধারণ সম্পাদক চন্দন কুমার দে, খাগড়াছড়ি রাধা-মাধব মন্দিরের সভাপতি স্বপন দেবনাথ সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি রনজিত দে, সাবেক সভাপতি স্বপন ভট্টাচার্য্য প্রমূখ

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions