সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার রশিকনগর এলাকার একটি পরিত্যক্ত পানির কুপ (রিংওয়েল ) থেকে মোশারফ হোসেন(৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মোশারফ উপজেলার মধ্য বেতছড়ি এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। সে একজন ভাড়ায় মোটর সাইকেল চালক। সে গত ২দিন ধরে নিখোঁজ ছিল।
পুলিশ ও স্থানীরা জানায়, রবিবার বিকালে দীঘিনালার রশিক নগর বাজার সংলগ্ন এলাকার একটি পরিত্যক্ত পানির কুপের উপরে স্থানীয়রা রক্তের দাগ দেখতে পায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগীতায় কুপের গভীর থেকে লাশটি উদ্ধার করা হয়।আত্বীয় স্বজনরা লাশটি মোশারফ এর বলে সনাক্ত করে।
দীঘিনালা থানার ওসি শামছুদ্দিন ভূইয়া জানান, লাশের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে এটিকে পরিকল্পিত হত্যাকান্ড বলে ধারনা পুলিশের। লাশ উদ্ধার করে ময়নাদতন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরনের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি।