বিলাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী বীরোত্তম তঞ্চঙ্গ্যা

প্রকাশঃ ২৩ মে, ২০২৪ ০১:২৩:৪০ | আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৪ ০৮:৪৪:১৭

সিএইচটি টুডে ডট কম, বিলাইছড়ি ( রাঙামাটি)৬ষ্ঠ উপজেলা  পরিষদ সাধারণ  নির্বাচন (২য় পর্যায়) রাঙামাটির বিলাইছড়িতে ২য় বারের মতো ফলাফলের ভিত্তিতে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন চেয়ারম্যান পদে  বীরোত্তম তঞ্চঙ্গ্যা,

 

নতুন মূখ পুরুষ ভাইস চেয়ারম্যান পদে  বঙ্কিম চন্দ্র তঞ্চঙ্গ্যা এবং নারী ভাইস চেয়ারম্যান পদে  সুদীপ্তা তঞ্চঙ্গ্যা নির্বাচিত হয়েছেন

 

জানা গেছে, দোয়াত কলম  প্রতীক নিয়ে  চেয়ারম্যান পদে নির্বাচিত বীরোত্তম তঞ্চঙ্গ্যা' প্রদত্ত ভোট: ৬৭০৫।তার নিকটতম প্রতিদ্বদ্ধী আনারস  প্রতীকে অভিলাষ তঞ্চঙ্গ্যা ভোট  পেয়েছেন ৪৮২৯  ভোট। ১১৫৩৪ বৈধ, অবৈধ ৩৩৪।শতকরা হার ৫০ % উপরে। 

 

এছাড়াও ভাইস চেয়ারম্যান পুরুষ পদে মাইক প্রতীক নিয়ে    বঙ্কিম চন্দ্র তঞ্চঙ্গ্যা' প্রদত্ত ভোট ৫৯০৪। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী টিউবওয়েল  প্রতীক নিয়ে সোনালাল পেয়েছেন ৫৩০৯ ভোট। 

 

এছাড়াও নারী ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীক নিয়ে সুদীপ্তা তঞ্চঙ্গ্যা প্রদত্ত ভোট  ৬২৯২।  তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী  হাঁস প্রতীক নিয়ে উৎপলা চাকমা ভোট পেয়েছেন  ৫২০৪ ভোট

 

মঙ্গলবার ( ২১ মেরাত ১১টা ৫৫ মিনিটে বিলাইছড়ি  উপজেলা কনফারেন্স হলে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার  মো: জামশেদ আলম রানা  বেসরকারি ভাবে এই ফলাফল ঘোষণা করেন। 

 

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions