খাগড়াছড়িতে উপজেলা নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিতদের জয়জয়কার

প্রকাশঃ ০৯ মে, ২০২৪ ০৯:১১:০৪ | আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৪ ০৫:৫০:৩৪

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে খাগড়াছড়ির উপজেলায় টিতে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের জয়জয়কার। বুধবার রাত টার পর থেকে রামগড়, লক্ষ্মীছড়ি, মানিকছড়ি মাটিরাঙ্গা উপজেলা পরিষদ গুলোর কন্ট্রোল রুম থেকে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।

 

বেসরকারি ফলাফলে রামগড়ে বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, মানিকছড়িতে বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. জয়নাল আবেদীন, লক্ষ্মীছড়িতে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাথোয়াইঅং মারমা বিজয়ী হয়েছেন। অন্যদিকে, মাটিরাঙ্গায় ব্যবসায়ী আবুল কাশেম ভূইয়া নির্বাচিত হয়েছেন।


খাগড়াছড়ির জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসার কামরুল আলম বিষয়টি নিশ্চিত করেন।


খাগড়াছড়ির উপজেলায় প্রথম ধাপের নির্বাচনে মোট ভোটার ছিল লাখ ১৩ হাজার ৯৭ জন। চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদে মোট প্রার্থী ছিলেন ৩৭ জন

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions