কাউখালীতে প্রার্থনারত অবস্থাতে বজ্রপাতে স্কুল ছাত্রী মৃত্যু -মা সহ আহত চার

প্রকাশঃ ০৬ মে, ২০২৪ ০২:২৩:২২ | আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৪ ০৩:৪২:২২

সিএইচটি টুডে ডট কম, কাউখালী (রাঙামাটি)।  রাঙামাটি কাউখালীতে বজ্রপাতে ঘরের চালে নিছে প্রার্থনারত অবস্থায় এক স্কুল ছাত্রী নিহত হয়েছে একি স্থানে নিহতের দাদা দাদী মা মামা গুরুতর আহত হয়েছে


রোববার সকালে ৬টার দিকে কাউখালী উপজেলার ফটিকছড়ি ইউনিয়নের মানিকছড়ি পাড়া এলাকাতে মর্মান্তিক ঘটনা ঘটে নিহত অর্সা চাকমা বর্মাছড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী ছিলেন নিহত অর্সা চাকমা মানিকছড়ি এলাকার অরুন চাকমার মেয়ে একি সাথে প্রার্থনারত অবস্থায় থাকা পরিবারে চার সমস্য, মা রঙ্গিলা চাকমা,দাদা যদু কুমার চাকমা,দাদী বনলতা চাকমা মামা স্বপন চাকমা গুরুতর আহত হন


স্থানীয়রা জানান, রোববার ভোর পৌনে ছয়টার দিকে আকাশে গর্জনসহ বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাত হয় এসময় বজ্রপাতে নিহত অর্সা চাকমার বসতঘরের চালে পড়ে এসময় অর্সা চাকমা সহ পরিবারের আরো ৪সদস্য প্রার্থনারত অবস্থাতে ছিলেন,এসময় হটাৎ একটা জোড়ে শব্দ হয়,এর পরপরি স্থানীয়রা দেখতে পাই অর্সা চাকমা সহ পরিবারের ৪সদস্য মাচাংএ পড়ে আছেন এসময় ঘটনাস্থলে অর্সা চাকমা নিহত হয় এই ঘটনায় একালাতে শোকের ছায়া নেমে এসেছে


কাউখালী থানার অফিসার ইনচার্জ রাজীব চন্দ্র কর ফটিকছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উষাতন চাকমা বজ্রপাতে স্কুল ছাত্রী নিহত চারজন আহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions