মহালছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিলেন যারা

প্রকাশঃ ০৪ মে, ২০২৪ ০২:২১:৫৮ | আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৪ ০৫:৪৭:৩৩

সিএইচটি টুডে ডট কম, মহালছড়ি (খাগড়াছড়ি)। খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনসহ মোট ৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।


২ মে  (বৃহস্পতিবার) মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তা রাজু আহমেদ, উপজেলা সহকারী রির্টানিং অফিসার সুসমিকা চাকমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভিন খানম বরাবর এসব প্রার্থীরা অনলাইনের মাধ্যমে মনোনয়নপত্র দাখিল করেন।


উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, চেয়ারম্যান পদে এমএন লারমা সমর্থিত জনসংহতি সমিতির কেন্দ্রীয় সভাপতি বিমল কান্তি চাকমা, একই সংগঠনের মহালছড়ি উপজেলা শাখার সভাপতি নীল রঞ্জন চাকমা ও সাবেক মহালছড়ি উপজেলা বিআরডিবি চেয়ারম্যান কংজরী চৌধুরী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন ও সাবেক ছাত্র নেতা জিল্লুর রহমান মনোনয়ন পত্র দাখিল করেছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান সুইনুচিং চৌধুরী ও আওয়ামী নেত্রী মোছা. জাহানারা বেগন মনোনয়ন পত্র দাখিল করেছেন।


নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মহালছড়ি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৯ মে। প্রার্থীদের অনলাইনের মাধ্যমে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিলো ০২ মে, মনোনয়ন বাছাই করা হবে ০৫ মে, মনোনয়ন বাছাইয়ের বিরুদ্ধে আপিলের তারিখ ০৬-০৮  মে, আপিল  নিষ্পত্তির তারিখ ০৯-১১ মে, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ মে এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী ১৩ মে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions