তীব্র তাপদাহে শুকিয়ে গেছে কাপ্তাই হ্রদ, ভোগান্তিতে সাধারণ মানুষ

প্রকাশঃ ২৮ এপ্রিল, ২০২৪ ০১:১৭:১৫ | আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৪ ০৫:৪০:২৫
দেশে চলমান তীব্র তাপদাহের বিরূপ প্রভাব পড়েছে পার্বত্য জেলা রাঙামাটিতেও। যার ফলে শুকিয়ে গেছে কাপ্তাই হ্রদ।  এতে করে হ্রদের ওপর নির্ভরশীল মানুষের ভোগান্তি দিন দিন বেড়েই চলেছে। বিভিন্ন স্থানে চরে আটকে যাচ্ছে নৌযান। একস্থান হতে অন্যস্থানে চলাচল করতে পারছেনা সাধারণ মানুষ ও বিভিন্ন কাঁচা মালামালের নৌযান। বৃষ্টিপাত না হলে কিংবা এই তীব্র তাপদাহ অব্যাহত থাকলে কাপ্তাই হ্রদের পানি আরো কমে যাবে। দেখা দিবে নানা সমস্যা। দ্রæততার সঙ্গে কাপ্তাই হ্রদের নৌপথে খননকাজ শুরুর দাবি জানিয়েছেন দুর্ভোগ ও ভোগান্তিতে পরা নদীপথের যাত্রী, সাধারণ মানুষ ও ব্যাবসায়ীরা।

ছবিগুলো রাঙামাটির জুরাছড়ি উপজেলা থেকে তোলা।

ছবি ও তথ্য - লিটন শীল। ২৭-০৪-২৪ইং

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions