রাঙামাটিতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ অনুষ্ঠিত

প্রকাশঃ ২৫ এপ্রিল, ২০২৪ ০৮:৫৫:৪৬ | আপডেটঃ ১৮ মে, ২০২৪ ০১:১০:৪২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। সারাদেশের  মতো তীব্র দাবদাহে  পুড়ছে রাঙামাটি। তীব্র তাপদাহের কারনে বৃষ্টির জন্য হাহাকার  জেলা জুড়ে। এমন অবস্থায় বৃষ্টি জন্য প্রার্থনা করে ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে।

আজ বৃহস্পতিবার  সকাল সাড়ে ১০টায় রাঙামাটি শহরের কেন্দ্রীয় জানাযার মাঠে এ নামাজ আদায় করা হয়। নামাজে এলাকার বিভিন্ন শ্রেণির ধর্মপ্রাণ মুসল্লি  অংশ নেন।

নামাজ শেষে গরম থেকে মুক্তি, ফসল রক্ষা ও বৃষ্টির জন্য আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ।

মোনাজাত শেষে  মাওলানা এস এ মুস্তাফা হেজাজী বলেন, আল্লাহর রহমত কামনা করে বৃষ্টি চেয়ে ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। মানুষের  উপর যাতে আল্লার রহমত বর্ষিত হয়, সেই উদ্দ্যেশে এ নামাজ ও  বিশেষ মোনাজাত  করা হয়েছে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions