খাগড়াছড়িতে গরমের প্রভাবে বেড়েছে শিশু ও ডায়রিয়া রোগী

প্রকাশঃ ২২ এপ্রিল, ২০২৪ ০৮:২৬:০৬ | আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৪ ০৩:১৯:০২

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি।তীব্র দাবদাহে খাগড়াছড়িতে বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া সহ মৌসুমি রোগবালাই। আক্রান্তদের বেশীর ভাগই শিশু ও বয়স্করা। খাগড়াছড়ি সদর হাসপাতালের শিশু ও ডায়রিয়া ওয়ার্ডের বেডের চেয়ে রোগীর সংখ্যা বাড়ায় ফ্লোরিং করে রোগীর সেবা দেয়া হচ্ছে।

 

খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রতিদিন গড়ে ৭০-৮০ জন রোগী মৌসুমি রোগে আক্রান্ত হয়ে আন্তঃবিভাগের চিকিৎসা নিচ্ছেন। রোগীর বাড়তি চাপ সামাল দিতে হচ্ছে বহিঃবিভাগেও। হাসপাতালের শিশু ওয়ার্ডে ১৫ বেড থাকলেও চিকিৎসাধীন রয়েছে ৪০ জন এবং ডায়রিয়া ওয়ার্ডে ১০টি বেডের বিপরীতে ২০জন রোগী ভর্তি রয়েছেন।

 

চলতি মাসে এখন পর্যন্ত শিশু ওয়ার্ডে ২ শ ২ জন এবং ডায়রিয়া ওয়ার্ডে ১ শ ২৯ জন রোগী আন্তঃবিভাগে চিকিৎসা নিয়েছেন। এ মাসে নিউমোনিয়ায় ১ শিশুর মৃত্যু হয়েছে।

 

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পি চাকমা জানান, আউট ডোর ও ইন ডোরে রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এখন পর্যন্ত পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি রয়েছেও বলে জানান তিনি।

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions