বাঘাইছড়িতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হতে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

প্রকাশঃ ২২ এপ্রিল, ২০২৪ ০৪:৩৩:৪৬ | আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৪ ০৫:৪২:৩৫

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে রাঙামাটির জেলার বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদ হতে পদত্যাগ করেছেন ৩২ নম্বর বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান 

অলিভ চাকমা

 

রবিবার(২১ এপ্রিল) সকালে অলিভ চাকমা রাঙামাটি জেলা প্রশাসক বরাবরে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে তার পদত্যাগ পত্র জমা দেন। 

 

বিষয়টি নিশ্চিত করে অলিভ চাকমা চাকমা বলেন, একটা পদে থেকে আরেকটা পদে নির্বাচন করা যায় না৷ আমি ৩য় ধাপে বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য  ২১-০৪-২০২৪ তারিখ হতে ৩২ নম্বর বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চলমান পদ থেকে পদত্যাগ করার জন্য পদত্যাগ পত্র জমা দিয়েছি

 

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বললেন, উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান তার পদত্যাগ পত্র জমা দিয়েছেন। 

 

প্রসঙ্গে জানতে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানকে একাধিকবার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি

 

৩য় ধাপে উপজেলা নির্বাচনে বাঘাইছড়ি উপজেলা ছাড়াও লংগদু নানিয়াচর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে 

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions