রাঙামাটিতে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ২ আ.লীগ নেতা

প্রকাশঃ ২২ এপ্রিল, ২০২৪ ০৪:৩২:৪৯ | আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৪ ০৫:৪১:০৫

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। মনোনয়নপত্র বাছাইয়ে ছিটকে পড়ার পর অবশেষে আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন রাঙামাটির দুই আওয়ামী লীগ নেতা মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে শিক্ষাগত যোগ্যতার সনদ দেখাতে না পারায় বাছাইয়ে বাতিল হয় রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শাহাজাহান জুরাছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রন্টু চাকমার মনোনয়নপত্র

 

রোববার (২১ এপ্রিল) আপিল নিষ্পতির দিনে দুজনই প্রার্থিতা ফিরে পেলেন বলে জানিয়েছেন রির্টানিং অফিসার রাঙামাটির সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে রির্টানিং অফিসার জানান, ‘বাছাইয়ে দুজনের মনোনয়নপত্র বাতিল হলেও আপিল নিষ্পতিতে দুজনেরই মনোনয়নপত্র বৈধ হয়েছে

 

এর আগে, রাঙামাটি সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহাজাহান শিক্ষাগত যোগ্যতার সনদ দেখাতে না পারায় বাদ পড়েন আর জুরাছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রন্টু চাকমা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ঋণ খেলাপির দায়ে বাদ পড়েন রাঙামাটি সদর, কাউখালী, জুরাছড়ি বরকল- চার উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের সাধারণ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৩৭ জন প্রার্থী হয়েছেনু ইসির তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল (সোমবার)

 

রাঙামাটির চার উপজেলায় প্রথম ধাপে প্রার্থী রইলেন ৩৭ জন এরমধ্যে রাঙামাটি সদরে চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন- অন্ন সাধন চাকমা, পঞ্চানন ভট্টাচার্য্য, বিপ্লব চাকমা, মো. শহীদুজ্জামান মহসীন, শাহাজাহান সুফিয়া কামাল (ঝিমি) ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন চন্দ্রজিত দেওয়ান, দয়াময় চাকমা, দূর্গেশ্বর চাকমা, পলাশ কুসুম চাকমা, মো. মনিরুল ইসলাম মো. রিদওয়ানুল হক সেলিম মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন নাসরিন ইসলাম, রিতা চাকমা মনিকা আক্তার কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন- মংসুইউ চৌধুরী মো. সামশুদ্দোহা চৌধুরী ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন অং প্রু মারমা, কে এম আসিফ নেওয়াজ, মো. ফিরোজ আহাম্মাদ লা থোয়াই মারমা মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন এ্যানী চাকমা (কৃপা), জান্নাতুল ফেরদৌস নিংবাইউ মারমা

 

জুরাছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন- সুরেশ কুমার চাকমা, জ্ঞানেন্দু বিকাশ চাকমা কেতন চাকমা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন রন্টু চাকমা ওু কামিনী রঞ্জন চাকমা মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন অনিতা দেবী চাকমা জ্যোৎস্না তালুকদার বরকল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন- সন্তোষ কুমার চাকমা বিধান চাকমা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন পুলিন বিহারী চাকমা জ্ঞান জ্যোতি চাকমা মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন রাখি চাকমা সুচরিতা চাকমা

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions