খাগড়াছড়িতে প্রথম ধাপে ৪ উপজেলায় ৪১ জনের মনোনয়ন দাখিল

প্রকাশঃ ১৬ এপ্রিল, ২০২৪ ০৮:৪৭:১৪ | আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৪ ০৩:১৭:৪৪

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে পার্বত্য জেলা খাগড়াছড়ির চার উপজেলায় ৪১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। তন্মধ্যে চেয়ারম্যান পদে ১৬ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ১৫ জন মহিলা ভাইস চেয়ারম্যান  পদে ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। উপজেলা গুলো হলো মাটিরাঙ্গা, লক্ষ্মীছড়ি, মানিকছড়ি রামগড়।


সোমবার (১৫ এপ্রিল) ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিস অনলাইনে প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেছেন।


খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা প্রথম ধাপের চার উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ কামরুল আলম তথ্যটি নিশ্চিত করেছেন।


সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসগুলোর তথ্য মতে, মাটিরাঙ্গায় চেয়ারম্যান পদে জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।  এরা হলেন, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক মো. তাজুল ইসলাম, তবলছড়ি ইউপির সাবেক চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূইয়া  সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রইস উদ্দিন।


ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের নেতা সাবেক ভাইস চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আলী হোসেন, অনিরঞ্জন ত্রিপুরা পার্বত্য নাগরিক পরিষদ নেতা মো. জালাল মিয়া মনোনয়ন পত্র দাখিল করেছেন। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, মনোয়ারা বেগম আমেনা বেগম মনোনয়ন পত্র দাখিল করেছেন।


রামগড় উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবদুল কাদের কংজঅং মারমা নামে তিনজন মনোনয়ন ফরম দাখিল করেছেন।


ভাইস চেয়ারম্যান বর্তমান ভাইস চেয়ারম্যান মো: আনোয়ার ফারুক, মো. মোবারক হোসেন বাদশা, মো: ওমর ফারুক, মো: নুরুল আমিন মো: শামসুদ্দিন মিলন নামে পাচ জন মনোয়ন দাখিল করেছেন।


এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন, বর্তমান ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার   নাছিমা আহসান নিলা।


মানিকছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন মনোনয়ন পত্র দাখিল করেছেন। বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. জয়নাল আবেদীন, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামীলেিগর সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম মো. আব্দুল হামিদ।  


ভাইস চেয়ারম্যান পদে মানিকছড়ি উপজেলা .লীগের দপ্তর সম্পাদক মো. জাহেদুল আলম মাসুদ, মানিকছড়ি উপজেলা যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, মানিকছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয় পার্বত্য নাগরিক পরিষদ নেতা মো. মোক্তাদির হোসেন মনোনয়ন পত্র দাখিল করেছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাহেলা আক্তার .লীগ নেত্রী নূর জাহান আফরিন লাকি।


জেলার সবচেয়ে দুর্গম জনপদ লক্ষীছড়িতে চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা, চাথোইঅং মারমা, হরি মোহন চাকমা, নীলবর্ণ চাকমা রতন বিকাশ চাকমার মনোনয়ন পত্র জমা দেয়ার তথ্য পাওয়া গেছে।


ভাইস চেয়ারম্যান পদে রতন বিকাশ চাকমা রাজেন্দ্র চাকমা নামে দুইজন মনোনয়ন ফরম দাখিল করেছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন, সাগরিকা চাকমা, মিনুচিং মারমা অয়ক্রইপ্রু মারমা।


প্রসঙ্গত, আগামী মে প্রথম ধাপে অনুষ্ঠিত হবে খাগড়াছড়ির মাটিরাঙ্গা, রামগড়, লক্ষ্মীছড়ি মানিকছড়ি উপজেলা পরিষদের ভোট গ্রহণ। গত ২১ মার্চ প্রকাশিত প্রথম ধাপের নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই বাছাই ১৭এপ্রিল। মনোনয়ন বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল পর্যন্ত। আপিল নিষ্পত্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ এপ্রিল। এছাড়া প্রার্থীতা প্রত্যাহার ২২ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ করা হবে ২৩ এপ্রিল। প্রথম ধাপের নির্বাচনে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে

 

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions