প্রকাশঃ ১১ এপ্রিল, ২০২৪ ০৯:১৯:০৩
| আপডেটঃ ০৮ জানুয়ারী, ২০২৫ ০৪:৩৮:৪৫
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে কেএনএফ এর সহযোগী লাল লিয়ান সিয়াম বমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ এপ্রিল) রাতে বান্দরবানের রুমার বেথেল পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে বুধবার (১০ এপিল) সকালে বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলার পরে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোছাইন মো. রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করে জানান, রুমা ও থানচি ব্যাংকে হামলা ও লুটের ঘটনায় এই পর্যন্ত কেএনএফের মোট ৫৫জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে, এই ঘটনায় অভিযান অব্যাহত রয়েছে।