সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। গত কয়েকমাস ধরে রাঙামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানাধীন বিভিন্ন স্থানে বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটে। যার প্রেক্ষিতে কোতয়ালী থানায় একাধিক নিয়মিত মামলা রুজু হয়।
উক্ত মামলা সমূহ রুজু হওয়ার পর থেকে রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) চোরচক্র এবং চুরি যাওয়া মোটরসাইকেল দ্রুত উদ্ধারের কঠোর নির্দেশনা প্রদান করেন।
এরই প্রেক্ষিতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদুল ইসলাম, পিপিএম এর তত্বাবধানে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী এর নেতৃত্বে চোরচক্র এবং চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারে দেশের বিভিন্ন স্থানে নিরবিচ্ছিন্নভাবে অভিযান পরিচালনা করতে থাকে টিম কোতয়ালী।
অবশেষে টিম কোতয়ালী থানার দীর্ঘদিনের পেশাগত দক্ষতা ও জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের প্রযু্ক্তিগত সক্ষমতাকে কাজে লাগিয়ে গত ০৪/০৩/২০২৪ খ্রিঃ এবং ৩০/০৩/২০২৪ খ্রিঃ থেকে ০৬/০৪/২০২৪ খ্রিঃ পর্যন্ত চট্টগ্রাম, সিলেট, ব্রাহ্মণবাড়ীয়া ও নোয়াখালী জেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৪ টি মোটরসাইকেল চোরাই উদ্ধার ও মোটর সাইকেল চুরির ঘটনায় জড়িত সর্বমোট ৮ জন অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত অভিযুক্তরা- হলেন-১। মোঃ শহিদুল ইসলাম প্রঃ শহিদ, ২। মোঃ শাহেদ হোসেন , ৩। মোঃ কালু, ৪। মোঃ ওমর ফারুক প্রঃ তারেক (২৮), পিতা- মৃত নুরুল আলম, ৫। মোঃ আমির হোসেন (৩৪), পিতা- শাহআলম, ৬। রীতিময় চাকমা(৩৯), পিতা- হংসধস চাকমা, ৭। মোঃ জুয়েল উদ্দিন (২৯), পিতা- সেকান্তর হোসেন, ৮। মোঃ এরশাদ ( ৪০), পিতা- মৃত আব্দুল হক।
গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এবিষয়ে রাঙামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জাহিদুল ইসলাম জানান, আমরা বেশ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে ইতিমধ্যে অনেকগুলো মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হই এবং অভিযানে চোর চক্রের সদস্যাদেরও আটক করেছি। এর ধারাবাহিকতায় আমরা চট্রগ্রাম, সিলেট, কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এবার রাঙামাটি থেকে চোরাইকৃত চারটি মোটরসাইকেলসহ প্রথমে পাঁচ পরে তিনজন চোরকে গ্রেফতার করতে সক্ষম হই। চোরাইকৃত মোটরসাইকেল চোরদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।