খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ফেসবুকে কটূক্তিমূলক পোষ্ট, যুবক আটক

প্রকাশঃ ০৬ এপ্রিল, ২০২৪ ০৮:১৮:৫৩ | আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৪ ০৭:৫১:৩৪

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ধর্ম নিয়ে ফেসবুকে কটূক্তিমূলক পোষ্টের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে মাটিরাঙ্গা বাজার এলাকা থেকে রঞ্জিত বণিক নামে ওই যুবককে আটক করা হয়। রঞ্জিত মাটিরাঙ্গা বাজারের স্বর্ণাকার ব্যবসায়ী এবং মাটিরাঙ্গার বলিটিলা এলাকার মনোরঞ্জন বণিকের ছেলে। 

 

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

জানা যায়, শুক্রবার সকাল থেকে রঞ্জিত বণিক নামীয় ফেসবুক ওয়ালে ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তিমূলক পোষ্ট দেখা যায়। বিষয়টি জানাজানি হলে নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে খবর পেয়ে পুলিশ রঞ্জিতকে তাৎক্ষণিক আটক করে। 

 

মাটিরাঙ্গা পৌরসভার নং ওয়ার্ডের কাউন্সিলর শহীদুল ইসলাম ঘটনার নিন্দা জানিয়ে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির মাটিরাঙ্গা উপজেলায় এমন ঘটনা দুঃখজনক। আইনশৃঙ্খলাবাহিনী তড়িৎ গতিতে অপরাধীকে আটক করায় এলাকার পরিবেশ শান্ত হয়েছে। ঘটনার পেছনে কারও কোন ইন্ধন আছে কিনা সেটি খোঁজে বের করার দাবি জানান তিনি। 

 

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর জানান, আটকের পর রঞ্জিত বণিকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের প্রস্তুতি চলমান রয়েছে। মামলা গ্রহণের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions