সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। দীর্ঘদিন ধরে কিডনিতে টিউমার জণিত ক্যান্সার আক্রান্ত রাঙ্গামাটি ভেদভেদীস্থ ৬নং ওয়ার্ডের বাসিন্দা দূর্জয় সেন (৫) বাঁচতে চায়। চিকিৎসার জন্য সমাজের বিত্তশালীদের সহায়তা চায় তার পরিবার। দূর্জয় সেন রাঙামাটি ভেদভেদীস্থ ৬নং ওয়ার্ডের বিশ্বজিৎ সেনের একমাত্র ছেলে।
জানা গেছে, দূর্জয় সেনের পিতা বিশ্বজিৎ সেন একজন দিনমজুর রাজমিস্ত্রী। দূর্জয় সেন দীর্ঘদিন যাবৎ কিডনিতে টিউমার জণিত ক্যান্সারে আক্রান্ত হয়ে বাসায় অবস্থান করছে। তার বাবার আর্থিক দূর্বলতার কারণে ইতিপূর্বে হোমিও চিকিৎসা দিয়ে আসছে। এর পরও দিন দিন শরীরের অবনতি হওয়ায় এমবিবিএস ডাক্তারের পরামর্শ চাইলে ডাক্তার অপারেশন করানোর পরামর্শ প্রদান করেন। এতে প্রায় দুই লক্ষাধিক টাকার প্রয়োজন। কিন্তু পরিবারের আর্থিক সংকটের কারণে অপারেশন করানো সম্ভব হচ্ছে না। প্রাথমিক ভাবে চিকিৎসার জন্য আমাদের পরিবারে যা কিছু ছিলো সব ব্যয় করা হয়েছে। তাই মানবিকতার দৃষ্টিতে এবং আমার ছেলের জন্য যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব সাহায্য করলে আমার ছেলের অপারেশন করতে পারবো। আমি সমাজের সর্বস্তরের মানবিক ও বিত্তশালীদের প্রতি অনুরোধ করবো আপনাদের সামান্য সহযোগিতায় হয়তো আমার ছেলের জীবন বেঁচে যেতে পারে।
সাহায্য পাঠানোর ঠিকানা:-রোগীর পিতা-বিশ্বজিৎ সেন। বিকাশ-পার্সোনাল নাম্বার-০১৮৪৯৮৭৯২৩৩।