খাগড়াছড়ি সদরে প্রার্থীতার ঘোষণা দিলেন দিদারুল আলম

প্রকাশঃ ৩০ মার্চ, ২০২৪ ০৮:৫২:২৫ | আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৪ ১২:৫৫:০২
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়ি সদর উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম। শুক্রবার বিকেলে খাগড়াছড়ি শহরের একটি রেষ্টুরেন্টে সাংবাদিকদের সাথে এ লক্ষ্যে মতবিনিময়ের আয়োজন করা হয়।

খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমের সভাপতিত্বে উন্মুক্ত আলোচনায় খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি চৌধুরী আতাউর রহমান রানা, সাধারণ সম্পাদক আবু দাউদ, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক কানন আচার্য, খাগড়াছড়ি টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি জীতেন বড়–য়া, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, নারী সাংবাদিক চিংমেপ্রæ মার্মাসহ জেলায় কর্মরত সাংবাদিকরা কথা বলেন।

সাংবাদিকদের প্রতি সুষ্ঠু একটি নির্বাচন আয়োজনে সহযোগীতা চেয়ে দিদারুল আলম বলেন, নির্বাচিত হতে পারলে স্থানীয় ভাবে সকলের মতামতের ভিত্তিতে সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কাজ করবেন। এলাকার উন্নয়নের জন্য নিজের সর্বাত্মক চেষ্টা থাকবে। যাকে দিয়ে যেভাবে কাজ করলে এলাকার উন্নয়ন হবে সে পথে হাটঁবেন বলেও প্রতিশ্রæতি ব্যক্ত করেন তিনি।

অন্যদিকে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, খাগড়াছড়ির সাংবাদিকরা সবচেয়ে উন্নয়নমুখী। অতীতের মতো আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানানো হয়।

মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের নিয়ে ইফতারের আয়োজন করা হয়।


সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions