রাঙামাটিতে মহান স্বাধীনতা দিবস পালিত

প্রকাশঃ ২৭ মার্চ, ২০২৪ ০৮:২১:২৬ | আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪ ১২:৩১:০৪
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। সকালে সুর্যোদয়ের সাথে সাথে শহরের বঙ্গবন্ধুর মুর‌্যাল সংলগ্ন বীর শহীদদের স্মৃতি স্তম্বে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানিকতা।

এরপর জেলা প্রশাসক মো: মোশারফ হোসেন খান ও পুলিশ সুপার মীর আবু তৌহিদ ফুল দিয়ে শহিদদের শ্রদ্ধা নিবেদন করেন এসময়ে বীর মৃক্তিযোদ্ধারাও উপস্থিত ছিলেন।

এরপরপরই  বিভিন্ন সরসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সর্বস্তরের সাধারণ মানুষ শহিদদের প্রতি শহিদ বেদী ও বঙ্গবন্ধুর স্মৃতি স্মম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। 

সকাল আটটায় রাঙামাটি  মারী স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। বেলুন ও পায়রা উড়িয়ে কুচকাওয়াজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: মোশারফ হোসেন খান।  এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বাংলাদেশ পুলিশ, আনসার,  ফায়ার সার্ভাসের সদস্যরা কুচকাওয়াজে অংশ নেয়।

এছাড়া সকালে নানিয়াচর উপজেলার বুড়িরঘাটে  বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের স্মৃতি সৌধে বিজিবির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।


সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions