প্রকাশঃ ২৭ মার্চ, ২০২৪ ১২:৫২:৫৭
| আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৪ ০২:১২:২০
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। ২৫শে মার্চ সেই ভয়াল কালোরাত্রে পাকিস্তানী হানাদার বাহিনীর বর্বরোচিত নৃসংশ হত্যাকান্ডে মৃত্যুবরণ করা সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বান্দরবানে মশাল মিছিল ও প্রদীপ প্রজ্জলন করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগ বান্দরবান জেলা শাখার আয়োজনে ২৫মার্চ সন্ধ্যায় বান্দরবান জেলা সদরে এই মশাল মিছিল ও প্রদীপ প্রজ্জলন করা হয়।
এসময় বান্দরবান রাজারমাঠ থেকে একটি বর্ণাঢ্য মশাল মিছিল বের করে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে গিয়ে সমবেত হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ২৫শে মার্চ সেই ভয়াল কালোরাত্রে পাকিস্তানী হানাদার বাহিনীর বর্বরোচিত নৃসংশ হত্যাকান্ডে মৃত্যুবরণ করা সকল শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জলন করেন নেতাকর্মীসহ উপস্থিত সকলে।
শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, পৌর আওয়ামীলীগ সভাপতি অমল কান্তি দাশসহ জেলা আওয়ামীলীগ,যুবলীগ,কৃষকলীগ,শ্রমীকলীগ,ছাত্রলীগ এবং সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।