সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি জেলার বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ভারত সীমান্তবর্তী দুর্গম চান্দবী ঘাট গ্রামে ৫ জন মৃত্যুকে অজ্ঞাত রোগে হয়নি স্বাভাবিক রোগেই তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বরকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মংক্যছিং(সাগর)।
গত বৃহস্পতিবার(২১ মার্চ) সকালে রাঙামাটি থেকে বরকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মংক্যছিং(সাগর) এর নেতৃত্বে ৬ সদস্যের মেডিকেল টিমটি ভারত সীমান্তবর্তী দুর্গম চান্দবী ঘাট গ্রামে গিয়ে ঘুরে ঘুরে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেওয়া শুরু করে। মেডিকেল টিম গ্রামে পৌঁছানোর পর গ্রামের মানুষদের মাঝে স্বস্তি ফিরে আসে। পরে চিকিৎসা সেবা দিয়ে গত শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় সীমান্তবর্তী দুর্গম চান্দবী ঘাট গ্রাম থেকে মেডিকেল টিমটি ফিরে আসে।
মেডিকেল টিমে নেতৃত্ব দেওয়া বরকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মংক্যছিং(সাগর) জানান, যারা মারা গিয়েছে তারা আসলে অজ্ঞাত রোগে নয়।তাদের স্বাভাবিক রোগেই মৃত্যু হয়েছে। তাদের কেউ লিভার, কিডনি ও প্যারালাইসিস জনিত সমস্যায় আগে থেকে অসুস্থ ছিলো। হঠাৎ করে তারা কেউ মারা যায়নি আর যারা আছে তাদের এমনি সর্দি, কাশি, জ্বর তাদেরকে আমরা চিকিৎসাসহ প্রয়োজনীয় ঔষধ পত্র দিয়ে আসছি। তারা এর আগে পাহাড়ি কবিরাজি চিকিৎসা করে লতা পাতা সিদ্ধ করে খাওয়ার ফলে তারা এই সমস্যায় পড়েছিল।
গত জানুয়ারি মাসে রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ভারত সীমান্তবর্তী দুর্গম চান্দবী ঘাট পাড়া গ্রামে প্রায় তিন মাসের ব্যবধানে দ্বিতীয় শ্রেনির এক শিক্ষার্থী সহ ৫ জনের মৃত্যু হয়। গ্রামবাসীদের ধারণা তারা এর আগে অনেক পুরোনো একটি বটগাছ কেটে ফেলার কারণে শরীর ব্যাথা, জ্বর, রক্ত বমির উপসর্গ নিয়ে তারা মারা গেছে। সে কেটে ফেলা বটগাছটি স্থানীয়দের মধ্যে একটি আধ্যাত্মিক গাছ বলে বিশ্বাস।