ড. জিনবোধি ভিক্ষুর উপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন

প্রকাশঃ ১৪ মার্চ, ২০২৪ ১২:৪৩:০৫ | আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪ ০৪:২৭:৪২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। একুশে পদকপ্রাপ্ত চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সাবেক চেয়ারম্যান ও চট্রগ্রাম বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ প্রফেসর ড. জিনবোধি ভিক্ষুর উপর বর্বরোচিত হামলা ও চক্রান্তকারীদের বিচারের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে জেলা  প্রশাসক কার্যালয়ের সামনে রাঙামাটির সম্মিলিত বৌদ্ধ নাগরিক সমাজের আয়োজনে এ মাববন্ধন অনুষ্ঠিত হয়।

রাঙামাটি সম্মিলিত বৌদ্ধ নাগরিক সমাজের আহবায়ক কিরন বিকাশ চাকমার সভাপতিত্বে  মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন রাঙামাটি সম্মিলিত বৌদ্ধ নাগরিক সমাজের সদস্য সচিব  তপন কুমার বড়ুয়া, রাঙামাটি সম্মিলিত বৌদ্ধ নাগরিক সমাজের যুগ্ন আহবায়ক রবীন্দ্র লাল বড়ুয়া ও মৃদুল কান্তি বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ  গোষ্ঠীয় প্রচার সংঘের মহিলা সহ সভাপতি  মৌহিনী রঞ্জন চাকমা  সহ বৌদ্ধ ধর্মীয় সম্প্রদায়ের নর নারীরা উপস্থিত ছিলেন।

এসময়ে বক্তারা বলেন, একজন একুশে পদকপ্রাপ্ত বৌদ্ধ ভিক্ষুর উপর হামলা কোনভাবেই মেনে নেয়া যায় না। হামলার সাথে জড়িত সকলকে দ্রæত গ্রেফতারের দাবি করা হয়।

প্রসঙ্গত গত ৮ মার্চ সকালে চট্টগ্রাম নগরির নন্দনকানন বৌদ্ধ বিহারে ড. জিনবোধি ভিক্ষুর উপর হামলা হয়।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions