মাহে রমজানে লংগদুরের মাইনীমুখ বাজারে মনিটরিং ও কমিটি গঠন

প্রকাশঃ ১৩ মার্চ, ২০২৪ ০৬:৫৫:৪৭ | আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪ ০৪:৩২:১২

সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)।পার্বত্য জেলা রাঙামাটির বৃহত্তর মাইনী বাজারে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং কমিটি গঠন করা হয়েছে

 

মঙ্গলবার (১২ মার্চ) সকাল ১১টায় লংগদু উপজেলার মাইনীমূখ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির অফিসে বাজার কমিটির সভাপতি রশিদ আহাম্মদের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়

 

সভায় আসন্ন মাহে রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখার স্বার্থে বাজার তদারকি করতে মাইনী বাজারে বিভিন্ন স্তরের ব্যবসায়ীদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাইনীমূখ বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক মীর সিরাজুল ইসলাম চৌধুরী বাজার চৌধুরী দেব কুমার চাকমাকে উপদেষ্টা করে সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। বাজার মনিটরিং কমিটিতে রফিক আহম্মদকে সভাপতি বর্তমান বাজার কমিটির সম্পাদক সাখাওয়াত হোসেন সোহেলকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে

 

কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতি আবুল কাশেম মেম্বার মো. জামাল উদ্দিন এবং সদস্য ৪জন হলেন আলাউদ্দিন, মো. ফারুক, মো. মাহাবুব, মেহেদী হাসান সোহাগ সুরুজ জামাল

 

কমিটি গঠন শেষে নেতৃবৃন্দ বলেন, বাজারে কোনো প্রকার চাঁদাবাজি দালাল চক্রের উৎপাত থাকবে না। পরীক্ষা-নিরীক্ষাবিহীন গরু জবাই করাসহ আরো কয়েকটি বিষয় নিয়ে ব্যাপক আলোচনা সিদ্ধান্ত হয়। বিশেষ করে বাজার মনিটরিং কমিটি গঠন পরবর্তী কার্যকর পদক্ষেপ গ্রহণ মাদকসহ বিভিন্ন বিষয়ে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়

 

পাশাপাশি মাহে রমজানে দ্রব্য মূল্যের কারসাজিসহ নানা অনিয়মের তদারকির জন্যে এই প্রথমবারের মতো মাঠ পর্যায়ে একটি কমিটি গঠিত হয়। যেটা সক্রিয়ভাবে কাজ করবে

 

মাইনীমূখ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সোহেল বলেন, পবিত্র মাহে রমজানে বাজার স্থিতিশীল রাখা, প্রত্যেক পণ্যের মূল্য তালিকা টানানো, ভোক্তা চাইলে ক্যাশ মেমো দেওয়া, পঁচা-বাসি খাবার বিক্রি বন্ধ, যত্রতত্র ইফতারির দোকান না বসানো, দিনের বেলায় হোটেল-রেস্তোরা বন্ধ রাখার প্রতি গুরুত্বারোপ করার জন্যই আমরা মাঠ পর্যায়ে কমিটি গঠন করেছি

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions