“শিক্ষার্থীদের কলমের রক্ষক হওয়ার আহবান”

প্রকাশঃ ২৪ অক্টোবর, ২০১৮ ১১:২৭:৫৪ | আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৪ ১০:১৯:৩১
সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি (রাঙামাটি)। আজ মঙ্গলবার দুপুরে  বাঘাইছড়ির অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল মাঠে অত্র প্রতিষ্ঠানের নতুন প্রিন্সিপাল আফরোজ বুলবুল( মুক্তি) এর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারিশ্যা  জোন কমান্ডার লেঃ কর্নেল মাহবুবুল ইসলাম পিএসসি।

এছাড়া অনুষ্ঠানে বাঘাইছড়ি পৌরসভার মেয়র জাফর আলী, সংবর্ধিত প্রিন্সিপাল আফরোজা বুলবুল (মুক্তি) বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে বিজিবি মারিশ্যা  জোন কমান্ডার লেঃ কর্নেল মাহবুবুল ইসলাম পিএসসি বলেন, সন্ত্রাসীরা আমাদের সমাজের কীট পতঙ্গ, কিছু কীট পতঙ্গ  আমাদের কাজে লাগে, কিন্তু এই সন্ত্রাসীরা আমাদের সমাজকে ধ্বংস করে দেয় তাই এদের বর্জন করতে হবে।

শিক্ষার্থীদের উদ্দ্যেশে তিনি আরো বলেন,  অস্ত্রের চাইতে কলম অনেক শক্তিশালী,তাই কলমের রক্ষক হয়ে ভক্ষক না হওয়ার অনুরোধ করেন। তিনি অভিভাবকদের প্রতি বাচ্চাদের আরো যতœবান ও চাপ না দেওয়ার জন্য অনুরোধ করেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions