রাঙামাটিতে ঐতিহাসিক ৭ মার্চ পালন

প্রকাশঃ ০৮ মার্চ, ২০২৪ ০১:১২:০৮ | আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪ ০৬:৪১:২৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে নানান কর্মসূচীর মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ দিবসটি উদযাপন করা হয়েছে।

দিনটি উপলক্ষ্যে সকালে রাঙামাটিতে  বঙ্গবন্ধু মুর‌্যালে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।  সকালে বঙ্গবন্ধু মুর‌্যালে পুষ্পতবক অর্পণ করে বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা,  রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি সিভিল সার্জন ডাঃ নীহার রঞ্জন নন্দী সহ সহ প্রশাসনের কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ।

পরে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে  জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ই মার্চ বাঙালি জাতির ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন। ৭ই মার্চের ব্যাখা প্রেক্ষাপট বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। জাতির পিতার আত্নজীবনী সকলকে অনুধাবন করতে হবে। বক্তারা আরও বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রেখে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন বাস্তবে পরিণত করার লক্ষ্যে দেশকে ভালোবেসে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions