খাগড়াছড়িতে কিশোরীর মরদেহ উদ্ধার

প্রকাশঃ ০৬ মার্চ, ২০২৪ ০৩:১৫:১৯ | আপডেটঃ ২৬ ডিসেম্বর, ২০২৪ ১২:৫৯:২৫
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির দীঘিনালায় কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার মেরুং ইউনিয়নের রশিকনগর এলাকার খেলার মাঠ থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। নিহত সালমা আক্তার রশিকনগর এলাকার আব্দুস সোবাহানের মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, গতরাতে বাড়ির পাশে মাহফিলে যায় সালমা। রাতে মাহফিলের মাইক থেকে খেলার মাঠে মরদেহ পড়ে থাকতে শুনে স্বজনরা গিয়ে পরিচয় শনাক্ত করেন। পারিবারিক দ্বন্দ্বের জেরে আটককৃত মো. ইয়াছিন, মো. সোহাগ ও মো. শুক্কুর পাশবিক নির্যাতন চালিয়ে সালমাকে হত্যা করে বলে অভিযোগ পরিবারের।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিক অভিযোগের ভিত্তিতে আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions