খাগড়াছড়িতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ, চিকিৎসক গ্রেফতার

প্রকাশঃ ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ০২:০৪:৪৯ | আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৪ ০৮:৫৮:৪৭
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির মহালছড়িতে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসায় আট মাসের এক শিশু রোগীর মৃত্যুর অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। এ ঘটনায় মহালছড়ি থানায় মামলা দায়ের পর গতরাতে অভিযুক্ত পল্লী চিকিৎসক স্বপন চক্রবর্তীকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত শিশু আয়েশা আক্তার মহালছড়ির চৌংড়াছড়ি গুচ্ছগ্রামের আমিনুলের মেয়ে।

নিহতের স্বজনরা জানান, কয়েকদিন ধরে শিশু আয়েশার ঠাÐাজনিত অসুস্থতার চিকিৎসা চলছিল স্থানীয় পল্লী চিকিৎসক স্বপনের কাছে। গতকাল মঙ্গলবার বিকেলে চিকিৎসা নিতে আসলে পল্লী চিকিৎসক নেবুলাইজার দেয়। নেবুলাইজার দেয়ার কিছুক্ষণের মধ্যে রোগীর অবস্থা অবনতি হলে আবার আরেকটি ইনজেকশন পুশ করেন। এ সময় শিশুটি নিষতেজ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

মহালছড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার শাহাদাহ হোসেন জানান, নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্তপূর্বক দোষী ব্যক্তির শাস্তি দাবি করছি।

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন জানান, নিহত শিশুর বাবা বাদী হয়ে মামলা করেছেন। এ ঘটনায় অভিযুক্ত পল্লী চিকিৎসককে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। শিশুটির মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য নেয়া হয়েছে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions