প্রকাশঃ ২৮ ফেব্রুয়ারী, ২০২৪ ০২:৫৪:০৭
| আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪ ০৮:৩৮:৩৩
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি শহরের রিজার্ভ মূখে আগুনে পুড়েছে দুই বসতঘর। মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে আগুনের সূত্রপাত হয়, এতে পুড়ে যায় দুই বসত ঘর। পুড়ে যাওয়া দুই বসতঘরগুলোর মালিক হলেন মো. হেদায়েতুল ইসলাম বাচ্চু ও মো. সেন্টু।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল সাড়ে নয়টার দিকে মো. হেদায়েতুল ইসলাম বাচ্চুর বাসা থেকে আগুনের সূত্রপাত। পরে ফায়ার সার্ভিসকে ফোন করা হলে, ফায়ার সার্ভিস এসে প্রায় আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মো. হেদায়েতুল ইসলাম বাচ্চু বলেন, আমার আগুনের সূত্রপাত কোথেকে তা বলতে পারছি না। আমার ছোট মেয়ে এসএসসি পরীক্ষা। তাকে নিয়ে তার মা পরীক্ষাকেন্দ্রে গেছে। বাসায় কেউ ছিল না। মেয়ের সব বই, পুড়ে গেছে। বাসার সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। কিছুই বের করা যায়নি।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, আমরা খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের চারটি গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনের সূত্রপাত কিভাবে তা আমরা এখনো বলতে পারছি না, ক্ষয়ক্ষতির পরিমাণও নিধারন করতে পারি নাই।
ক্ষতিগ্রস্তদের সূত্রে জানা যায়, আগুনে অন্তত তাদের ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।