রাঙামাটি শংকর মিশনের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রকাশঃ ২১ ফেব্রুয়ারী, ২০২৪ ০৪:৪৪:৫৭ | আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪ ১০:৫৪:৫৩
সিএইচটি টুডে ডট বম, রাঙামাটি। ধর্মীয় অনুশাসনের মাধ্যমে আগামী প্রজন্মকে সমাজ গঠনের কাজে এগিয়ে নিতে সকল ধর্মের মানুষকে কাজ করার আহবান জানিয়েছেন বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

আজ দুপুরে রাঙামাটি ভেদভেদি শ্রী শ্রী শংকর মিশনে যোগাচার্য পরমহংস শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১৫ তম শুভ আবির্ভাব বার্ষিকী ও রাঙামাটি শংকর মিশনে ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করতে গিয়ে দীপংকর তালুকদার এমপি এ কথা বলেন।

রাঙামাটি ভেদভেদি শ্রী শ্রী শংকর মিশনের সভাপতি মৃদুল দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রাঙামাটির সভাপতি অমলেন্দু হাওলাদার, সাধারণ সম্পাদক ও রাঙামাটি জেলা পরিষদের সদস্য বিপুল ত্রিপুরা, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ত্রিদিব কান্তি দাশ, পুজা উদযাপন পরিষদ রাঙামাটির স্বপন কান্তি মহাজন, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আশীষ দাশ গুপ্ত, পুজা উদযাপন পরিষদ রাঙামাটি সদর উপজেলা সভাপতি বিমল কান্তি দে সহ সনাতনী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় দীপংকর তালুকদার এমপি আরো বলেন, প্রত্যোক ধর্মই মানব সভ্যাতার শিক্ষা দেয়, মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করা কোন ধর্মই সমর্থন করে না। ধর্ম মানুষকে পাপাচার হিংসা বিদ্বেষ থেকে দুরে রাখে। বর্তমান সরকারের আমলে সকল সম্প্রদায়ের মানুষ মিলেমিশে শান্তিপুর্ণ পরিবেশে বসবাস করছে।  

পরে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ২ দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions